মানব জীবনে পরাজয়ের কারণ কি?
=========================
ভগবান গৌতম বুদ্ধ দায়কদের বলেছেন:-
০১| যে ব্যক্তি অজ্ঞানী ও অধার্মিক তাঁর পরাজয় হয়৷
০২| যে ব্যক্তি অসৎ ব্যক্তিকে প্রিয় ও সৎ ব্যক্তিকে অপ্রিয় মনে করে এবং মিথ্যাদৃষ্টির আশ্রয় গ্রহণ করে তাঁর পরাজয় হয়৷
০৩| যে ব্যক্তি অলস, নিদ্রালু, উদ্যমহীন ও ক্রোধী এবং বাজে গল্পে সময় নষ্ট করে তাঁর পরাজয় হয়৷
০৪| যে ব্যক্তি সক্ষম হয়েও মাতাপিতার ভরণ পোষন করেনা সে ব্যক্তির পরাজয় হয়৷
০৫| যে ব্যক্তি নিষ্পাপ ভান্তে, শ্রামণ কিংবা যাচককে মিথ্যা কথায় প্রবঞ্চনা করে সে ব্যক্তির পরাজয় হয়৷
০৬| যে ব্যক্তি প্রভূত বিষয় সম্পত্তির অধিকারী হয়েও অন্যেকে দান করেনা সে ব্যক্তির পরাজয় হয়৷
০৭| যে ব্যক্তি জাতি, ধন, গোত্র, বিষয়ে অহংঙ্কারী এবং গরীব আত্মীয়দের ঘৃনা করে সে ব্যক্তি পরাজয় হয়৷
০৮| যে ব্যক্তি পরস্ত্রীতে আসক্ত, সুরাপায়ী ও জুয়ারি যার ফলে অর্জিত ধন সম্পত্তি নষ্ট করে ফেলে সে ব্যক্তির পরাজয় হয়৷
০৯| যে স্বীয় স্ত্রীতে অসন্তুুষ্ট এবং গণিকা ও পরদ্বারে আসক্ত সে ব্যক্তি পরাজয় হয়৷
১০| যে ব্যক্তি বৃদ্ধ বয়সে তরুনী ভার্যা বিবাহ করে, তার অক্ষমতা বিধায় তাঁর স্ত্রী বা ভার্যা ব্যভিচারে রত হয় সে ব্যক্তির পরাজয় হয়৷
১১| যে ব্যক্তি সংসার পরিচালনার ভার প্রমত্ত ও উৎশৃংঙ্খল স্ত্রী বা পুরুষের উপর অর্পণ করে সে ব্যক্তির পরাজয় হয়৷
১২| যে ব্যক্তি সামান্য সম্পদের অধিকারী রাজত্ব লাভের দূরাশা পোষণ করে সে ব্যক্তির পরাজয় হয়৷
সত্যকে জানুন, মিথ্যাকে দূর করুন৷ পড়তে উৎসাহিত হোন, বেশী বেশী লাইক,কমেন্ট, শেয়ার করে অন্যেকে পড়ার সুযোগ করে দিন এতে আপনার এবং সবার পূণ্যে ও মঙ্গল হবে৷৷
=========================
ভগবান গৌতম বুদ্ধ দায়কদের বলেছেন:-
০১| যে ব্যক্তি অজ্ঞানী ও অধার্মিক তাঁর পরাজয় হয়৷
০২| যে ব্যক্তি অসৎ ব্যক্তিকে প্রিয় ও সৎ ব্যক্তিকে অপ্রিয় মনে করে এবং মিথ্যাদৃষ্টির আশ্রয় গ্রহণ করে তাঁর পরাজয় হয়৷
০৩| যে ব্যক্তি অলস, নিদ্রালু, উদ্যমহীন ও ক্রোধী এবং বাজে গল্পে সময় নষ্ট করে তাঁর পরাজয় হয়৷
০৪| যে ব্যক্তি সক্ষম হয়েও মাতাপিতার ভরণ পোষন করেনা সে ব্যক্তির পরাজয় হয়৷
০৫| যে ব্যক্তি নিষ্পাপ ভান্তে, শ্রামণ কিংবা যাচককে মিথ্যা কথায় প্রবঞ্চনা করে সে ব্যক্তির পরাজয় হয়৷
০৬| যে ব্যক্তি প্রভূত বিষয় সম্পত্তির অধিকারী হয়েও অন্যেকে দান করেনা সে ব্যক্তির পরাজয় হয়৷
০৭| যে ব্যক্তি জাতি, ধন, গোত্র, বিষয়ে অহংঙ্কারী এবং গরীব আত্মীয়দের ঘৃনা করে সে ব্যক্তি পরাজয় হয়৷
০৮| যে ব্যক্তি পরস্ত্রীতে আসক্ত, সুরাপায়ী ও জুয়ারি যার ফলে অর্জিত ধন সম্পত্তি নষ্ট করে ফেলে সে ব্যক্তির পরাজয় হয়৷
০৯| যে স্বীয় স্ত্রীতে অসন্তুুষ্ট এবং গণিকা ও পরদ্বারে আসক্ত সে ব্যক্তি পরাজয় হয়৷
১০| যে ব্যক্তি বৃদ্ধ বয়সে তরুনী ভার্যা বিবাহ করে, তার অক্ষমতা বিধায় তাঁর স্ত্রী বা ভার্যা ব্যভিচারে রত হয় সে ব্যক্তির পরাজয় হয়৷
১১| যে ব্যক্তি সংসার পরিচালনার ভার প্রমত্ত ও উৎশৃংঙ্খল স্ত্রী বা পুরুষের উপর অর্পণ করে সে ব্যক্তির পরাজয় হয়৷
১২| যে ব্যক্তি সামান্য সম্পদের অধিকারী রাজত্ব লাভের দূরাশা পোষণ করে সে ব্যক্তির পরাজয় হয়৷
সত্যকে জানুন, মিথ্যাকে দূর করুন৷ পড়তে উৎসাহিত হোন, বেশী বেশী লাইক,কমেন্ট, শেয়ার করে অন্যেকে পড়ার সুযোগ করে দিন এতে আপনার এবং সবার পূণ্যে ও মঙ্গল হবে৷৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন